॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গতকাল ২৭শে মার্চ পরিচালিত অভিযানে ১টি ক্লিনিক ও ১টি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।
অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত প্যাথলজী চার্জ নেয়ার দায়ে রাজবাড়ী শহরের হাসপাতাল রোডের সারের গোডাউন সংলগ্ন নিরাময় ক্লিনিককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে বন্ধু ফার্মেসী নামের একটি ওষুধের দোকানকে একই আইনের ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে জব্দকৃত ১ কার্টুন স্যাম্পল ওষুধ সিভিল সার্জনের নিকট হস্তান্তর করা হয়। পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্ধুদ্ধ করা হয়।
রাজবাড়ীর নিরাময় ক্লিনিক ও বন্ধু ফার্মেসীকে জরিমানা
