Site icon দৈনিক মাতৃকণ্ঠ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গণহত্যা দিবসে আলোচনা সভা-মোমবাতি প্রজ্জ্বালন

॥চঞ্চল সরদার॥ গণহত্যা দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলার উদ্যোগে গতকাল ২৫শে মার্চ রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে আলোচনা সভা ও সন্ধ্যায় মোমবাতি প্রজলন করা হয়।
বিকালে সংগঠনের সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা সিপিবির সভাপতি আঃ সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা উদীচীর সহ-সভাপতি সৌমেন দাস ভরত, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা এডঃ সুফিয়া খান রেখা, আইন বিষয়ক সম্পাদক এডঃ মাহবুব রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার বাকাউল আবুল হাশেম, এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, সাংস্কৃতিক কর্মী ইকবাল হোসেন, ধীরেন্দ্র নাথ দাস, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, নুরুজামান বিশ^াস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ স্বাধীনতা বিরোধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবী এবং ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। পরে একাত্তরের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় ও সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।