॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ঃ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে ৩১বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন, সরকারী, আধা-সরকারী অফিস ভবন ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার র্যালী, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, পাংশা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা, শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সকল মন্দিরে বিশেষ প্রার্থনা, পাংশা শিল্পকলা একাডেমীতে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উপস্থিত থাকবেন বলে জানাগেছে।
পাংশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালনে কর্মসূচি
