Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় ৪জন হাসপাতালে

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের চরআড়কান্দি গ্রামে গত ২৪শে মার্চ রাতে প্রতিপক্ষের মারপিটে ৪জন আহত হয়েছে।
তারা হলো ঃ চরআড়কান্দি গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে ওছিমদ্দিন শেখ ও তমিজদ্দিন শেখ, তমিজদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম এবং ছেলে লুৎফর শেখ। তাদেরকে হাসপাতালে ভর্তি হয়েছে।
ওছিমদ্দিন শেখের ভাই জাহাঙ্গীর শেখ জানান, নির্বাচন চলাকালে নৌকার প্রার্থীর ভোটারদের আনা-নেয়ার সময় মোটর সাইকেল প্রার্থীর লোকজনের বাধা দেয়াকে কেন্দ্র করে বাগ্বিতন্ডা হয়। এর জেরে রাত ১২টার দিকে ইকরচর গ্রামের আদেল, কালু, চান্দু, আসমান, রুবেল, নাজমুল, কামরুল, বাসু, বুরহানসহ ২০/২২ জন দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের বাড়ীতে ঢুকে হামলা চালায়। ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে থেকে ওছিমদ্দিন, তমিজদ্দিন ও লুৎফরকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।