Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে ইমদাদুল হক -ভাইস চেয়ারম্যান পদে পিয়াল ও আলেয়া বিজয়ী

॥স্টাফ রিপোর্টার॥রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এডঃ ইমদাদুল হক বিশ্বাস আনারস প্রতীকে ২৬ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৮৪০ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭ হাজার ৫৯টি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম সফি নৌকা প্রতীকে ১৮ হাজার ৩ ভোট পেয়ে ৩ জনের মধ্যে ৩য় হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে রকিবুল হাসান পিয়াল তালা প্রতীকে ৩৭ হাজার ১১০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডঃ সফিকুল হোসেন সফিক উড়োজাহাজ প্রতীকে ২৪ হাজার ১৪ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ১৩ হাজার ৯৬টি। ভাইস চেয়ারম্যান পদে আরেক প্রার্থী মোহন মোল্লা টিউবওয়েল প্রতীকে ১ হাজার ৯৮৭ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম হাঁস প্রতীকে ৩৬ হাজার ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মীর মাহফুজা খাতুন মলি কলস প্রতীকে ২৬ হাজার ৬৫২ ভোট পেয়েছেন। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৯ হাজার ৪৬৭টি। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৬ হাজার ৭শত ভোটের মধ্যে ৬৪ হাজার ৭৪২টি বৈধ ও ১ হাজার ৯৫৮টি অবৈধ, ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৬ হাজার ৬৬৮ ভোটের মধ্যে ৬২ হাজার ৭৭১টি বৈধ ও ৩ হাজার ৮৯৭টি অবৈধ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৬ হাজার ৪৭২ ভোটের মধ্যে ৬৩ হাজার ১১১টি বৈধ ও ৩ হাজার ৩৬১টি অবৈধ বলে গণ্য হয়।