Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নৌকায় ভোট দিন-নৌকা উন্নয়নের প্রতীক— পাংশায় নির্বাচনী পথসভায় আ’লীগ মনোনীত প্রার্থী আরুজ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ভোট গ্রহণ আগামী ২৪শে মার্চ। গতকাল ২২শে মার্চ প্রচার-প্রচারণার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার কসবামাজাইল ইউপির সুবর্ণকোলা নতুন বাজার, কসবামাজাইল কলেজ মাঠ, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের পার-নারায়নপুর ও ৫নং ওয়ার্ডের আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গনে পৃথক পথসভা করেছেন।
কসবামাজাইল ইউপির সুবর্ণকোলা নতুন বাজারে কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডলের(শাম মন্ডল) সভাপতিত্বে পথসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী একেএম শফিকুল মোরশেদ আরুজ সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিন-মাদক ও সন্ত্রাসমুক্ত আদর্শ উপজেলা উপহার দিব।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন উপজেলা নির্বাচনে নৌকার সমর্থনে একাট্টা হয়েছে। তাই আগামী ২৪শে মার্চ নৌকার বিজয় নিয়ে আমরা সকলে ঘরে ফিরব।
পথসভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা অওয়ামী লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএফএম শফী উদ্দিন পাতা, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সফুরা খাতুন, আওয়ামী লীগ নেতা জর্জ আলী বিশ্বাস ও লিয়াকত আলী মাস্টার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার।
এদিকে বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, কলিমহর, পাট্টা ও সরিষা ইউপিতে দলীয় নেতৃবৃন্দ নৌকা প্রতীকের সমর্থনে পৃথক সভা করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ(নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ(আনারস), ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী(তালা) ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস(উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাংশা পৌরসভা মহিলা লীগের সভাপতি ও মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফুরা খাতুন(কলস) এবং জাসদ নেতা রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মতিন মিয়ার সহধর্মিনী রোকেয়া বেগম(হাঁস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ফরিদ হাসান ওদুদ ও ভাইস চেয়ারম্যান পদে মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ছাড়া সবাই নির্বাচনে নতুন মুখ।