Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের অবহিতকরণ সভা

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল ২১শে মার্চ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কালুুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, সার্ভেয়ার মেহেদী হাসান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর তালেবুর রহমান ও শম্ভু দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল ইসলাম জানান, আগামী ৬-১১ই মার্চ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে। এ সময় উপজেলা ৫-১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।