Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে সহকারী প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন পালন॥প্রধান শিক্ষকদের পরের ধাপে ১১তম গ্রেডে বেতনের দাবীতে

॥তনু সিকদার সবুজ॥ প্রধান শিক্ষকদের পরের ধাপে ১১তম গ্রেডে বেতনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষকরা। গতকাল ২১শে মার্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আঃ গাফফার, বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল, সাবেক সভাপতি গওছেল আযম, আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী দাস, দক্ষিণবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুজ্জামান রবি, চরআড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মর্জিনা খাতুন, চামটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরষিত কুমার ঘোষ, বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আল মাসুদ, ইসলামপুর সাবলম্বী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন দেওয়া হতো। কিন্তু ২০০৭ সাল থেকে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৪তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। তারা অনতিবিলম্বে এই বৈষম্য দূর করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবী জানান।