॥গোয়ালন্দ প্রতিনিধি॥ যৌতুক না পেয়ে স্বামী ও বন্ধুরা মিলে স্ত্রী’কে সিগারেটের আগুন দিয়ে নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। নববধুর বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাওয়ালজানি।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত ১৯শে মার্চ রাতে নববধুর বাড়ি থেকে অভিযুক্ত স্বামী শাহিন শেখ (৩০)কে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বালিয়াডাঙ্গী গ্রামের মৃত মনছের শেখের ছেলে।
নির্যাতনের শিকার নববধু হাসনা বেগমের পরিবার জানায়, প্রায় এক মাস আগে শাহিনের সাথে হাসনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর নববধু জানতে পারে তার স্বামী একজন মাদকসেবী। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। পরিবারের সামর্থ্য নেই বলে স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলে উল্টো তাকে নির্যাতন করে।
হাসনার বড় ভাই দেলু সরদার অভিযোগ করেন, গত রবিবার বোনের শ^শুর বাড়ি যাই। রাতে পাশে বোনের ননদের বাড়িতে থাকতে দেয়। রাত্রী যাপন শেষে পরদিন সোমবার সকালে বোনকে বাড়ি নিয়ে আসি। বাড়ি আনার পর আমার স্ত্রীর কাছে হাসনা নির্যাতনের ঘটনা খুলে বলে। সে জানায়, রবিবার দিবাগত রাতে স্বামী শাহিন তার ২/৩জন বন্ধু মিলে মদের বোতল নিয়ে ঘরে ঢুকে মদ পান করে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং যৌতুকের জন্য ১৫হাজার টাকা দাবী করে। দিতে অস্বীকৃতি জানালে শাহিন ও তার বন্ধুরা হাসনার মুখে গামছা দিয়ে বেধে ডান ও বাম হাতসহ পেটে সিগারেট আগুন দিয়ে পুড়িয়ে গুরুতর জখম করে। ভয়ে শ^শুর বাড়ি কিছু না বলে বাড়ি এসে ঘটনা খুলে বলে। বোনের অসুস্থ্যতার খবর দিয়ে শাহিনকে বাড়ি ডেকে এনে গত মঙ্গলবার সন্ধ্যায় আটকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেয়া হয়। হাসনাকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে নববধু হাসনা বেগমের বাড়ি থেকে স্বামী শাহিন শেখকে আটক করে রাজবাড়ী সদর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। যেহেতু নববধুর নির্যাতনের ঘটনাটি স্বামীর বাড়িতে হয়েছে। তাই বিষয়টি দেখভাল করবেন রাজবাড়ী সদর থানা পুলিশ।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় গতকাল বুধবার রাজবাড়ী সদর থানায় নববধুর ভাই দেলু সরদার বাদী হয়ে আটককৃত স্বামী শাহিন শেখ ও অজ্ঞাত ২/৩জনকে আসামী করে নারী নির্যাতন মামলা দায়ের করেছে। শাহিনকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ও আদালতে নির্যাতিতার জবানবন্দী নেয়া হয়েছে।
যৌতুক না পেয়ে স্বামী ও বন্ধুরা মিলেস্ত্রীর শরীরে সিগারেটের আগুন দিয়ে নির্যাতনের ঘটনায় স্বামী গ্রেফতার॥রাজবাড়ী থানায় মামলা
