॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৯শে মার্চ বিকালে প্রধান অতিথি হিসেবে ক্লিনিকের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সদর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, অন্যান্যের মধ্যে চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেছে। চরাঞ্চলের মানুষ এখানে প্রাথমিক চিকিৎসা সেবা পাবে, থাকবে সব ধরনের প্রাথমিক চিকিৎসা সেবার ওষুধ। কষ্ট করে তাদেরকে আর দূরে যেতে হবে না। প্রাথমিক চিকিৎসা সেবার পাশাপাশি এখানে সাধারণ ডেলিভারীর ব্যবস্থাও থাকবে। স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
