Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী মেডিকেল সেন্টার ও খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা॥ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল ১৯শে মার্চ শহরের হাসপাতাল সড়ক ও পাবলিক হেলথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেবার মূল্য তালিকা না টানানোর কারণে রাজবাড়ী সদর হাসপাতাল সড়কের সারের গোডাউনের সামনের রাজবাড়ী মেডিকেল সেন্টারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৯ ধারায় ১০ হাজার টাকা এবং সেবা গ্রহীতার প্রতি অবহেলা করার দায়ে পাবলিক হেলথ মোড় এলাকার খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারকে একই আইনের ৫২ ধারায় ৪হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে।