Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা-দোয়া মাহফিল॥উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে

॥তনু সিকদার সবুজ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত ১৭ই মার্চ বেলা ১১টায় কার্যালয়ের প্রশিক্ষণ রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফারহানা আহম্মেদ, আফরোজা খাতুন ও জান্নাতুল মাওয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী শামীমা বেগম বীণা।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আনোয়ারা খাতুন।