Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীও জাতীয় শিশু দিবস পালিত

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কালুখালী থানা, উপজেলা আওয়ামী লীগ, কালুখালী সরকারী কলেজ, কালুখালী মহিলা কলেজ, উপজেলা যুবলীগ, রতনদিয়া ইউনিয়ন পরিষদ ও রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুস্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম, কালুখালী থানার ওসি এস.এম আবু ফরহাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।