॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত দু’দিন ব্যাপী কর্মসূচি গতকাল ১৫ই মার্চ থেকে শুরু করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পাংশা শিল্পকলা একাডেমীতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপস্থাপনা প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর উপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা শিক্ষা অফিসার মোঃ বছির উদ্দিন, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে পাংশায় দু’দিনের কর্মসূচি শুরু
