Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে র‌্যালী ও আলোচনা সভা

॥তনু সিকদার সবুজ॥ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই মার্চ সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ, সাবেক নির্বাচন অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।