Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চর অ্যালায়েন্স-এর জেলা কমিটি গঠন

চরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করা ‘ন্যাশনাল চর অ্যালায়েন্স’-এর রাজবাড়ী জেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ১০ই মার্চ এনজিও কেকেএসের অফিসে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং ন্যাশনাল চর অ্যালায়েন্সের সদস্য সচিব জাহিদ রহমানের সঞ্চালনায় সভায় সাংবাদিক দেলোয়ার হোসেন, এজাজ আহম্মেদ, রফিকুজ্জামান, এনজিও আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফজলুল করীম, শিক্ষক আশিক আহমেদ কামাল, ডাঃ আবুল হোসেনে কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুন, কৃষক হোসেন আলী সরদার, নারী নেত্রী বাসন্তী সান্যাল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রিপন ও প্রথম আলো বন্ধু সভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারকে আহ্বায়ক এবং আরএফএসের নির্বাহী পরিচালক রুহল আমীন বুলুকে সদস্য সচিব করে চর অ্যালায়েন্সের ২১ সদস্য বিশিষ্ট রাজবাড়ী জেলা কমিটি গঠন করা হয় -প্রেস বিজ্ঞপ্তি।