Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন॥প্রধান শিক্ষকদের পরে ধাপ ১১তম গ্রেডে বেতনের দাবীতে

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালীতে ১১তম গ্রেডে বেতনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
গতকাল ১৪ই মার্চ বিকাল ৩টায় কালুখালী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে ফিরোজ হায়দার, আক্তারুজ্জামান, সাহিদুল ইসলাম, আতিকুর রহমান, জাহিদুজ্জামান গগন, জাহাঙ্গীর হোসেন, জুলফিকুর রহমান টিটু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ১৯৭৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন দেওয়া হতো। কিন্তু ২০০৭ সাল থেকে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১৪তম গ্রেডে বেতন দেওয়া হচ্ছে। তারা অনতিবিলম্বে এই বৈষম্য দূর করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেয়ার দাবী জানান।