Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর হারুয়া-রূপসা সঃ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

॥কালুখালী প্রতিনিধি॥ কালুখালী উপজেলার হারুয়া-রুপসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ১৪ই মার্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিকালে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়েরর ম্যানেজিং কমিটির সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচরিতা সাহা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষক মন্ডলী, শিক্ষার্খী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।