Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নছিমনের বডির ভিতর থেকে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ ১জন গ্রেপ্তার

॥মোখলেছুর রহমান॥ ইঞ্জিন চালিত নছিমন গাড়ীর বডির মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিল সাজিয়ে নিয়ে যাওয়ার সময় গত ২১শে ফেব্র“য়ারী বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার খাগজানার মোড় থেকে ১৭৫বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম(৩০) নামে মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জহিরুল চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা গ্রামের আবুল কালামের ছেলে।
জানাগেছে, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমের নেতৃত্বে কালুখালী থানার ওসি নুরে আলম ফকির সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালিয়া ইউনিয়নের খাগজানা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নছিমন থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করাসহ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির জানান, খাগজানার মোড়ে তল্লাশীকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী ইঞ্জিন চালিত উক্ত নছিমন ঘটনাস্থলে আসলে পুলিশ দেখে চালক পালিয়ে যায়। এ সময় নছিমনটি তল্লাশী করে বডির ভিতরে বিশেষভাবে রাখা ১৭৫বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে নছিমনে বসে থাকা মাদক পাচারকারী জহুরুলকে আটক করা হয়। সে ফেনসিডিলগুলো কুষ্টিয়ার সীমান্তবর্তী স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে গোয়ালন্দে নিয়ে যাচ্ছিল।
এ বিষয়ে কালুখালী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।