Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী ডিবি’র অভিযানে পাংশায় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই চরমপন্থী নেতা গ্রেফতার

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ীর পাংশা উপজেলার বহলাডাঙ্গা গ্রাম থেকে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ চরমপন্থী নেতা আলী জামান(৪২) ও বাবলু ওরফে বিন্দি সরদার (২৫)কে গতকাল ১৩ই মার্চ রাত পৌনে ৮টায় ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আলী জামান বহলাডাঙ্গা গ্রামের মৃত আজাহার আলী মন্ডলের ছেলে এবং বাবলু ওরফে বিন্দি সরদার একই গ্রামের মৃত জিতেন সরদারের ছেলে। তাদের বিরুদ্ধে পাংশা ও কালুখালী থানাসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৬টি করে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গতকাল ১৩ই মার্চ রাত ৯টায় রাজবাড়ীর পুলিশ আসমা সিদ্দিকা মিলি, বিপিএম, পিপিএম-সেবা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, রাত পৌনে ৮টার দিকে বহলাডাঙ্গা গ্রামের একটি স্কুলের মাঠের পশ্চিম কোনে একদল চরমপন্থী গোপন বৈঠক করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে রাজবাড়ী ডিবি’র একটি দল ছদ্মবেশে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের নেতা আলী জামান ও বাবলু ওরফে বিন্দি সরদার গ্রেফতার হয় এবং তাদের কাছ থেকে ১টি পাকিস্তানী রিভলবার, ১টি রাইফেল, ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ৩রাউন্ড রিভলবারের গুলি, ৩রাউন্ড রাইফেলের গুলি ও ওয়ান শুটারগানের ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনের সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, ডিবির ওসি কামাল হোসেন ভুঁইয়া, ডিআইও-১ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।