॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৩ই মার্চ দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদি চরকান্দি গ্রামের বসতবাড়ী থেকে ৩০৮ পিস ইয়াবা ও ৩৬ গ্রাম গাঁজাসহ বিক্রেতা রুবেল শেখ (১৯)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রুবেল শেখ ওই গ্রামের মৃত আজগর আলী শেখের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে ভাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
