Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে কৃষকলীগের বর্ধিত সভা

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষক লীগের এক বর্ধিত সভা গতকাল ১৩ই মার্চ সকালে বালিয়াকান্দি বাজারে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় যুগ্ম-আহ্বায়ক জলিল উদ্দিন শেখ ও নূর হোসেন, বহরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাদশা মন্ডল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইসলামপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তফা মন্ডল মোহন, নবাবপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হোসেনুর রহমান নিলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নারুয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, জঙ্গল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ডাঃ দিলীপ কুমার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মান্টা, জামালপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ডাঃ কুদরত-ই-রহমান মহব্বতসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।