Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলা আইন-শৃংখলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১১ই মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃংখলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকার, বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক দিপন কুমার মন্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ^াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু সাঈদ, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, বালিয়াকান্দি সদর ইউপির চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন আলী, বহরপুর ইউপির চেয়ারম্যান রেজাউল করিম, জঙ্গল ইউপির চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ^াস, ইসলামপুর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।