॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করে জীবন ও সম্পদের ঝুঁকি’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে গতকাল ১০ই মার্চ সকালে র্যালী, আলোচনা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার নেতৃত্বে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে বালিয়াাকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইউনিট লিডার রেজাউল হকের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে।
পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ইউনিট লিডার রেজাউল হক, সাব অফিসার ইউসুব আলম প্রমুখ বক্তব্য রাখেন।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে র্যালী ও আলোচনা
