Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহাযজ্ঞানুষ্ঠান

॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে শুরু হয়েছে ২৪ প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। গত ৭ই মার্চ সূযোদল থেকে শুরু হওয়া এই হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান আজ ১০ই মার্চ শেষ হবে।
গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনয়নের চরবালিয়াকান্দী বাড়ইডাঙ্গা গ্রামের শ্রী অশোকের বাড়ীতে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত অর্থ সচিব সুধাংশু বিশ^াসের মায়ের পিত্রালয়ে তার সার্বিক সহযোগিতায় আয়োজিত ৫ম বার্ষিক এই অনুষ্ঠানে দেশের প্রখ্যাত সনাতন ধর্মীয় কীর্তন শিল্পীদের ৫টি দল কীর্তন পরিবেশন করছেন।
আয়োজক কমিটির সভাপতি গৌর চন্দ্র বিশ^াস ও অজয় কুমার বিশ^াস বলেন, অর্থনৈতিকভাবে এলাকাবাসী তেমন স্বচ্ছল নয়। তারপরও প্রতি বছরের ন্যায় এবারও আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে মহান ¯্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানিকগঞ্জ জেলা থেকে আসা বিশ^বাসী সম্প্রদায়ের কীর্তন শিল্পী সুব্রত মন্ডল বলেন, আমরা মহান ¯্রষ্টার সন্তুষ্টি লাভের আশায় এই ধর্মীয় সংগীত পরিবেশন করছি। এটাই আমাদের পরম পাওয়া।