॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ মাঠে গতকাল শুক্রবার সকালে মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
পাংশা পৌরসভার মেয়র ও টুর্নামেন্টের আহবায়ক আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের সদস্য সচিব দীপক কুমার কুন্ডু।
পরে ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম বোলিং ও মেয়র মাসুদ বিশ্বাস ব্যাটিং করার মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় রঘুনাথপুর ক্রিকেট একাদশ ও বি.এম.ডি সমাজ কল্যান সংঘ ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, কে.এম ফজলুল হকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশায় আবুল মাহমুদ স্মৃতিক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
