॥রঘুনন্দন শিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শে ফেব্রুয়ারী ১২টা ১মিনিটে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
অন্যান্যের মধ্যে পুষ্পমাল্য অর্পন করেন বালিয়াকান্দি থানা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, বিএনপি, বালিয়াকান্দি কলেজ, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাব, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পমাল্য অর্পন শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে।