॥মাহফুজুর রহমান॥ বিনা মসুর-৮ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে গত ৬ই মার্চ বিকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র মাগুরা ও রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে।
বাংলাদেশ পরমাণ কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র মাগুরার বৈজ্ঞানিক কর্মকর্তা সুশান চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মনিরউজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন সেখ, বসন্তপুর ইউপির চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু, উপকেন্দ্রের এএসও মোঃ আবু সাইদ, মৃণাল কুমার শীল, ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ আলী মোল্লা প্রমুখ।
বসন্তপুরে বিনা মসুর-৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত
