Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বালিয়াকান্দিতে মানববন্ধন পালন

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৬ই মার্চ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, জাইকা’র প্রতিনিধি রাশেদুজ্জামান, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকাররম হোসেন, মহিলা বিষয়ক দপ্তরের অফিস সহকারী শামিমা বেগম, প্রশিক্ষক আফরোজা খাতুন, ফারহান আহম্মেদ, জান্নাতুল মাওয়া, বিভিন্ন নারী সংগঠনের সদস্যগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৭ই মার্চ(আজ) বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে নারী উন্নয়ন মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।