Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারও নাট্যালোকে অনুদানের অর্থ প্রদান

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশার ঐতিহ্যবাহী এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে ৬৫ হাজার টাকা এবং সাংস্কৃতিক সংগঠন নাট্যালোকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে আজিজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
গতকাল ৫ই মার্চ সন্ধ্যায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও নাট্যালোকে পৃথক ভাবে অনুদানের অর্থ প্রদান করেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
জানা যায়, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ (হেনা মুন্সী), এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডু, অধ্যাপক আবুল হোসেন মল্লিক, অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, খাগজানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবনাথ সরকার, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার মুদী, আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম, শেখ মুহম্মদ সবুর উদ্দিন ও এবাদত আলী শেখ প্রমূখ উপস্থিত ছিলেন।
নাট্যালোকে আয়োজিত অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, নাট্যালোকের সভাপতি রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক সঞ্জীব কুন্ডু ও পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ নাট্যালোকের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।