Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির বাৎসরিক সাধারণ সভা গতকাল ২রা মার্চ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সভার প্রথম অধিবেশনে রাজবাড়ী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোঃ ওয়াজিউল্লাহ মন্টুর সভাপতিত্বে সমিতির আরেক উপদেষ্টা আলহাজ¦ মোঃ আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মজিদ, বালিয়াকান্দি উপজেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি পারভেজ আহম্মেদ, পাংশা উপজেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোহন লাল আগড়ওয়ালা, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমুখ বক্তব্য দেন।
পরে দ্বিতীয় অধিবেশনে কণ্ঠ ভোটের মাধ্যমে কাজী ইরাদত আলীকে সভাপতি, মোঃ ওয়াজিউল্লাহ মন্টুকে সিনিয়র সহ-সভাপতি ও এস.এম আসাদুজ্জামান বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৩৯ বিশিষ্ট রাজবাড়ী জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক কমিটি করা হয়।