Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশার কসবামাজাইল ইউপির ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বাবলু মোল্লা মেম্বার নির্বাচিত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কুঠিমালিয়াট গ্রামের বাবলু মোল্লা মোরগ প্রতীকে ৬৬৫ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারী কুঠিমালিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে মেম্বার নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডেমনামারা গ্রামের আনিচুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫২৮ ভোট পান। অপর প্রতিদ্বন্দ্বি ডেমনামারা গ্রামের সোবাহান খান ফুটবল প্রতীকে ২১৩ ভোট ও একই গ্রামের মুক্তার আলী বিশ্বাস তালা প্রতীকে ১৩৭ ভোট পান।
পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীম জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাসহ সর্বসাধারণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে খুশি হয়েছেন। পাংশার বিআরডিবির এআরডিও মোঃ হযরত আলী খান নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২হাজার ২২৮ জন ভোটারের মধ্যে ১হাজার ৫৬১জন ভোট প্রদান করেন। নারী-পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আঃ আলীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
জানা যায়, কসবামাজাইল ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত আলী মোল্লার মৃত্যুজনিত কারণে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপ-নির্বাচনে মরহুম লিয়াকত আলী মোল্লার ছেলে বাবলু মোল্লা মেম্বার নির্বাচিত হন।