Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুরের হুলাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের হুলাইল গ্রামে গতকাল ২রা মার্চ সকালে বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম সাদিয়া (২)। সে হুলাইল গ্রামের রতন শেখের মেয়ে।
নিহত শিশুর পরিবার জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়। খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠলে তার লাশ উদ্ধার করা হয়।