॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে গতকাল ১লা মার্চ ‘ভোটার হব ভোট দেব’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মত জাতীয় ভোটার দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া জাতীয় ভোটার দিবস উপলক্ষে পাংশা উপজেলা নির্বাচন অফিস ভবনে আলোকসজ্জ্বা করা হয়েছে।
জানা যায়, সকাল ১০টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শহরে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও শাহিদা আহম্মেদ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পাংশায় জাতীয় ভোটার দিবস পালিত
