॥তনু সিকদার সবুজ॥ “ভোটার হব, ভোট দেব”-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১লা মার্চ সকালে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে বালিয়াকান্দির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন, একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিধান কুমার দাস, জাইকার প্রতিনিধি মোঃ রাশেদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সকল নাগরিককে তাদের ভোটাধিকার প্রদান করার এবং গণতন্ত্রকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় ভোটার দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস আলোকসজ্জিত করা হয়।
বালিয়াকান্দিতে ভোটার দিবস উপলক্ষে র্যালী-আলোচনা
