Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কর্মসূচী গ্রহণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচী গ্রহণ গ্রহণ করা হয়েছে।
গতকাল ২০শে ফেব্রুয়ারী বিকেলে এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহরে পাংশা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, দুপুরে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বিকালে শিল্পকলা একাডেমীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনের সুবিধাজনক সময়ে মসজিদ ও মন্দিরে ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) শেখ রাশেদ উজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইমদাদুর রহমান তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর ক্রীড়া শিক্ষক মোঃ ফিরোজ হোসেন ও পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা শাহজুঁই(রাঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ডাঃ আব্দুল কাদের বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন, উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল সোমবার পাংশা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার ধোয়া-মোছা করাসহ শহীদ মিনার চত্বরে আলোকসজ্জ্বা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ পাংশা সরকারী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) শেখ রাশেদ উজ্জামান ও শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।