॥রাকিবুল ইসলাম॥ গত কয়েক দিনের নিম্নচাপজনিত বৃষ্টিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ৪ হাজার বিঘা জমি পেঁয়াজ, রসুন, মসুরীসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বোয়ালিয়া, মাজবাড়ী, মৃগী ও সাওরাইল ইউনিয়নে সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক ফসলী জমি পানিতে ডুবে রয়েছে। মৃগী ইউনিয়নের শিকজান, নিয়ামতপুর, আরকান্দি ও বিলনৌছি গ্রামের কৃষকদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে দেখা যায়। তাদের পেঁয়াজ ও রসুন ক্ষেত জলমগ্ন রয়েছে।
এ ব্যাপারে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাছিদুর রহমান বলেন, বৃষ্টিতে পেঁয়াজ-রসুনসহ কিছু ফসলের ক্ষতি হলেও উপজেলার ১৪ হাজার ১৩৭ বিঘা জমিতে যে বোরো ধানের আবাদ করা হয়েছে তার উপকার হয়েছে। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে গিয়ে পানি নিষ্কাশনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন।
কালুখালীতে নিম্নচাপজনিত বৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত
