Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন চিত্ত রঞ্জন কুন্ডু

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরে প্রতিষ্ঠিত এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডু সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। গত ২২শে ফেব্রুয়ারী বিকেলে পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।
জানা যায়, এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক আবদুল ওয়াহাব গত বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার বক্ষ ব্যাধী হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে পাংশায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে, পাঠাগারের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় কার্যনির্বাহী কমিটির সভা আহবান করেন ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম। সভায় পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহাবের মৃত্যুজনিত কারণে সংস্থার ১নং যুগ্ম সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সেই সাথে অধ্যাপক নিরঞ্জন কুমার দাসকে আহবায়ক, সুশীল কুমার মুদী ও শহিদুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি আয়-ব্যয় নিরীক্ষা কমিটি গঠন করা হয়। নিরীক্ষা কমিটি ৭দিনের মধ্যে পাঠাগারের আয়-ব্যয় সংক্রান্ত রিপোর্ট কার্যনির্বাহী কমিটির কাছে পেশ করবেন। সভায় ১মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক আবদুল ওয়াহাবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সভায় পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসসহ পাঠাগারের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাঠাগারের নতুন দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কুন্ডু জানান, পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহাব (ওয়াহাব স্যার) দক্ষতার সাথে পাঠাগারকে সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। পাঠাগারের কার্যনির্বাহী কমিটির কার্যক্রম সচল রাখতে কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাকে কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বলেন, আমি কর্মব্যস্ত মানুষ। পাঠাগারের সহ-সভাপতি খান আব্দুল হাই-এর মৃত্যুজনিত কারণে সহ-সভাপতির পদও শূন্য হয়েছে। কমিটি পুনর্গঠন করে দক্ষ ও মননশীল একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করে আমি স্বীয় পদ থেকে অব্যাহতি নিতে প্রচেষ্টা চালাব। পাঠাগারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম পরিচালনা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতে পাঠাগারমুখী হয় সে লক্ষ্যে কাজ করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।