Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় মেধাবীদের বৃত্তি প্রদান ও কৃষকদের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পাংশা উপজেলার কেওয়াগ্রামে লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় সামাজিক সংগঠন প্রান্তিক জনকল্যাণ সংস্থার আয়োজনে ৩দিনব্যাপী শিক্ষা ও কৃষি বিষয়ক কর্মশালা, মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান, মাদক বিরোধী আলোচনা, লাঠিখেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ২৩শে ফেব্রুয়ারী পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারী দুপুরে ৩দিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডিডিসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম রফিক উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে সংস্থাটির সভাপতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ আনওয়ারউজ্জামান, সহ-সভাপতি ঢাকা সিটি কলেজের অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সাধারণ সম্পাদক ডিডিসির প্রকৌশলী শাহ মোঃ রুহুল কবির ও নির্বাহী সদস্য শাহ্ মোঃ এনামুল কবীর উপস্থিত ছিলেন।