Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে সজিনা গাছ রোপন বেড়েছে

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সজিনা গাছ রোপন বৃদ্ধি পেয়েছে।
সজিনা গাছ বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে দেখা যায়। সজিনা গাছ থেকে সজিনা ধরে, যা আমরা তরকারী হিসেবে রান্না করে খাই। আমাদের দেশের বেশীর ভাগ অঞ্চলের মাটিই সজিনা গাছের জন্য বেশ উপযোগী। তবে আমাদের দেশে এই গাছের সংখ্যা অতীতের থেকে এখন অনেক কমে গেছে।
বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা-ঢোলজানী রাস্তার দু’পাশ পাশ দিয়ে নতুন করে প্রায় শতাধিক সজিনা গাছ রোপণ করেছেন রাস্তার পার্শ্ববর্তী এলাকার মানুষ। তাদের রোপনকৃত সজিনা গাছগুলোতে এ বছর অনেক ফুল এসেছে। এলাকাবাসী আশা করছে গাছগুলো থেকে অনেক সজিনা পাওয়া যাবে।
ভীমনগর গ্রামের কৃষক মানিক ঘোষ বলেন, আমাদের এলাকায় আগে অনেক সজিনা গাছ ছিলো। বিভিন্ন কারণে গাছের সংখ্যা অনেক কমে গেছে। এখন আর তেমন সজিনা গাছ দেখা যায় না। তবে অনেকেই রাস্তার দু’পাশ দিয়ে বা বাড়ীর পাশে রাস্তার ধারে নতুন করে সজিনা গাছ রোপন করেছে। আমি আমার বাড়ীর সামনের রাস্তার পাশে কয়েকটি সজিনা গাছ রোপন করেছিলাম। গাছগুলোতে এ বছর অনেক ফুল এসেছে। আশা করছি ভালোই সজিনা পাওয়া যাবে।
বহরপুর ইউনিয়নের জৈব কৃষি উদ্যোক্তা রুহুল আমিন বুলু বলেন, আমি নিজস্ব উদ্যোগে জৈব প্রযুক্তিতে সজিনা গাছ রোপন শুরু করেছি। সজিনা থেকে আমরা ভিটামিন ও পুষ্টি পেয়ে থাকি। এছাড়া সজিনার পাতাও সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। সজিনার পাতা অধিক পুষ্টিগুণ সম্পন্ন। বর্তমানে সজিনা পাতা থেকে উন্নতমানের চা উৎপাদিত হচ্ছে। এই চা বেশ সুস্বাদু ও উপকারী।