Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারী প্রথম প্রহর থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ২০শে ফেব্রুয়ারী দিবাগত মধ্যরাত থেকে ২১শে ফেব্রুয়ারী সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পণ শেষে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-পিপিএম (সেবা), অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও বিচার বিভাগের পক্ষে সিনিয়র জুডিসিয়াম ম্যাজিস্ট্রেট আবু হাসান মোঃ খায়রুল্লাহ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারসহ কর্মকর্তা ও কর্মচারীগণ, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, রাজবাড়ী পৌরসভার পক্ষে পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরীসহ কর্মকর্তা ও কর্মচারীগণ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে বিকাল ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে একুশের মঞ্চে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ডাঃ আবুল হোসেন কুইজ প্রতিযোগিতা ও বিকাল ৪টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে একুশের প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও স্বাগত বক্তা হিসেবে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কর বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খানসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসসহ বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। এছাড়াও গত ২১-২২শে ফেব্রুয়ারী জেলা প্রশাসনের অনান্য অনুষ্ঠানের মধ্যে বইয়ের স্টল পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।