Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভবাণীপুরে ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির মামলায় কোর্টে ১ ডাকাতের স্বীকারোক্তি

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী বাজারের ব্যবসায়ী রঞ্জন দত্তের ভবাণীপুরের বাড়ীতে ডাকাতির মামলায় শাহীন চৌধুরী (৩৫) নামের এক ডাকাত গত ২১শে ফেব্রুয়ারী কোর্টে স্বীকারোক্তিমূূলক জবানবন্দী প্রদান করেছে। সে খুলনা জেলা সদরের লবণচরা এলাকার আলতাফ চৌধুরীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আরেকটি ডাকাতি মামলায় কিছুদিন পূর্বে গ্রেফতার হয়ে শাহীন চৌধুরী জেলা কারাগারে আটক রয়েছে। ব্যবসায়ী রঞ্জন দত্তের বাড়ীতে ডাকাতির মামলায় (রাজবাড়ী থানার মামলা নং-৪৬. তাং-৩১/১০/২০১৮ ইং, ধারা-৩৯৫/৩৯৭ দঃবিঃ) তাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করে গত ১৯শে ফেব্রুয়ারী ২ রিমান্ডে আনা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে ওই ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এরপর ২১শে ফেব্রুয়ারী তাকে রাজবাড়ী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান খায়রুল্লাহর নিকট হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
উল্লেখ্য, গত ৩০শে অক্টোবর দিবাগত রাতে ব্যবসায়ী রঞ্জন দত্তের ভবাণীপুরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। রাত ৩টার দিকে ৬ জন মুখোশধারী ডাকাত গ্রীল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে স্বর্ণের ১৫টি চেইন, ১৪টি আংটি, ১০টি চুড়ি, ৩ জোড়া রুলি, ৫ জোড়া কানের দুল, ২টি মাথার টিকলি, ৮টি ব্রেসলেট, ৫টি নাকফুল, ২ জোড়া কোমরের বিছা ও ৬টি নেকলেসসহ ২৫ লক্ষ টাকা মূল্যের ৫২ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৭ হাজার ৫শত টাকা, ৩০ হাজার টাকা মূল্যের ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন ও ৫০ হাজার টাকা মূল্যের ১০টি শাড়ী লুট করে নিয়ে যায়।