গতকাল ২০শে ফেব্রুয়ারী সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও চষধহ ওহঃবৎহধঃরড়হধষ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)’র ঝড়পরধষষু ঊীপষঁফবফ ঈযরষফৎবহ এৎড়ঁঢ়ং টহফবৎ ঐবষঢ়রহম ঈযরষফৎবহ এৎড়রিহম ধং অপঃরাব ঈরঃরুবহ (ঐঈএঅঈ) চৎড়লবপঃ এর আওতায় শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়। কেকেএসের নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-পিপিএম ও জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।
এনসিটিএফের জবাবদিহিতা অধিবেশন
