॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল ১৯শে ফেব্রুয়ারী পাংশা পৌরসভার দত্ত মার্কেট ও কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত ফার্মেসীকে ১০ হাজার টাকা, নবজীবন ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং পাটের বস্তা ব্যবহার না করায় ২টি চাউলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, স্যানিটারী ইন্সপেক্টর ও পাংশা থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।
ভ্রাম্যমান আদালতে পাংশার ৪
ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল ১৯শে ফেব্রুয়ারী পাংশা পৌরসভার দত্ত মার্কেট ও কাঁচা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত ফার্মেসীকে ১০ হাজার টাকা, নবজীবন ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং পাটের বস্তা ব্যবহার না করায় ২টি চাউলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয়। পাংশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, স্যানিটারী ইন্সপেক্টর ও পাংশা থানার পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।
ভ্রাম্যমান আদালতে পাংশার ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
