Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে চার দিনব্যাপী একুশে বইমেলার উদ্বোধন

॥হেলাল মাহমুদ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ৪ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
গতকাল ১৯শে ফেব্রুয়ারী বিকালে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুছাইন, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে অমর একুশে সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বইমেলায় ৪০টি স্টল রয়েছে। আগামী ২২শে ফেব্রুয়ারী এই বইমেলা সমাপ্ত হবে।