॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকায় প্রতিষ্ঠিত প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৯ গত ১৬ই ফেব্রুয়ারী বিকেলে সম্পন্ন হয়েছে।
প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রগ্রেসিভ আইডিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল মতিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বিশ্বাস, ব্যবসায়ী মোঃ লোকমান হাকিম, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর উপাধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর সহকারী শিক্ষক মিজানুর রহমান ও আব্দুল লতিফ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর সহকারী শিক্ষক মোঃ হিলাল উদ্দিন। এবারের বার্ষিক উৎসবের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ইংরেজীতে বক্তৃতা প্রতিযোগিতা।
এরআগে গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জাতীয় পতাকা উত্তোলন এবং ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বিশ্বাস।
অনুষ্ঠানে প্রগ্রেসিভ আইডিয়াল একাডেমীর শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।