॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ১৬ই ফেব্রুয়ারী বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের অফিস কক্ষে ডাঃ আবুল হোসেন ট্রাস্টি বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টি বোর্ডের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ডাঃ আবুল হোসেন, সদস্য ডাঃ মোঃ নাজমুল হোসেন, অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, মোঃ ওহিদুজ্জামান, শেখ মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রব, মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস এবং ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় ট্রাস্টি বোর্ডের আয়-ব্যয়ের তথ্যাদি উপস্থাপন করা হয় এবং ট্রাস্টের অধীনে পরিচালিত আলহাজ্ব এম.এ করিম জাদুঘর, এতিমখানাসহ জমি ও স্থাপনা সমূহের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ডাঃ আবুল হোসেন ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত
