Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাষ্ট্রদূতের সাথে বাণিজ্যমন্ত্রী বৈঠক॥বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের প্রতি আহ্বান

॥স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি বলেছেন, ‘জাপান বাংলাদেশের বন্ধু। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে জাপান বাংলাদেশকে অনেক সহযোগিতা দিয়েছে। জাপানি সাহায্য সংস্থা এখনো বাংলাদেশে কাজ করছে। অনেক জাপানি বাংলাদেশে কর্মরত আছে। জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশের বিভিন্ন অঞ্চলে ১০০টি বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা এবং চট্টগ্রামের মীরেরসরাই উপজেলায় দু’টি বিশেষ অর্থনৈতিক জোনে জাপান বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য জাপানের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা জানাচ্ছি। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করলে এবং বাংলাদেশের ব্যাবসায়ীগণ জাপান সফর করলে উভয় দেশের ব্যবসায়ীগণ বেশি আত্মবিশ^াসী হবেন। এতে করে বাণিজ্য ক্ষেত্রে উভয় দেশ লাভবান হবে।’
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্শি গতকাল ১৪ই ফেব্রুয়ারী বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ঐরৎড়ুধংঁ ওুঁসর এর সাথে মতবিনিময়ের সময় এ সব কথা বলেন।
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। জাপান এ সম্পর্ক আরো বাড়াতে আগ্রহী। বাংলাদেশ সকল ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে জাপান খুশি। জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে।’
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জাপানের রাষ্ট্রদূত ঐরৎড়ুধংঁ ওুঁসর গতকাল বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাত করেন। এ সময় রাষ্ট্রদূত ওুঁসর বলেন, জাপান বাংলাদেশকে কৃষি, খাদ্য পক্রিয়াকরণ, কৃষিপণ্যের মূল্যসংযোজন ও ইরিগেশনে, সোলার ইরিগেশনসহ প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশের সকলক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে।