॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল ১৩ই ফেব্রুয়ারী বিকালে ক্যান্সার ও কিডনী রোগীসহ জটিল রোগে আক্রান্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তহবিল থেকে এই অনুদানের চেক বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম এবং উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদারসহ সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।