Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় হতদরিদ্রদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যানের কম্বল বিতরণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ গতকাল ১৩ই ফেব্রুয়ারী দ্বিতীয় দিনেরমত ব্যক্তিগত উদ্যোগে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন।
জানা যায়, বুধবার সকালে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। পর্যায়ক্রমে পৌরসভার পার-নারায়নপুর, মাগুড়াডাঙ্গী ও ঋষিপাড়া গ্রামের হতদরিদ্রদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন তিনি। এরআগে গত মঙ্গলবার উপজেলার যশাই ইউপির নিভাকৃষ্ণপুর গ্রামের হতদরিদ্র পরিবারের লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গতকাল বুধবার পর্যন্ত ২১৫টি হতদরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ।